ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইলন মাস্ক শেয়ার কিনতেই বেড়ে গেল টুইটারের শেয়ারের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ৫ এপ্রিল ২০২২

আবারো বৃহৎভাবে শিরোনামে এলেন ইলন মাস্ক। সম্প্রতি টেসলা কোম্পানির মালিক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে চমক দিলেন বিশ্বকে। আর তিনি এই মাইক্রো ব্লগিং সাইটের শেয়ার কিনতেই দ্রুত গতিতে বাড়ল টুইটারের শেয়ারের দাম।

সোমবার শেয়ার মার্কেট খোলার আগে এক ধাক্কায় ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে টুইটারের শেয়ার দাম।

শুক্রবারের ট্রেডিং শেষ হওয়ার সময় তার শেয়ারের মূল্য ছিল ২.৯ বিলিয়ন ডলার এবং সোমবারের প্রথম দিকে স্পাইকের পরে তা দাঁড়ায় ৩.৫ বিলয়নে।

ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক ড্যান ইভস বলেছেন, "আমি মনে করি এর মধ্য দিয়ে ইলন টুইটারে সক্রিয় হতে চান এবং পরিবর্তন আনতে চান।"

ইলন মাস্কে শেয়ার ক্রয়ের উদ্দেশ্য বা কোম্পানির জন্য কী পরিকল্পনা রয়েছে তার তা এখনও প্রকাশ করেনি।

তবে তিনি অতীতে টুইটারের নীতির সমালোচক ছিলেন। গত মাসে তিনি জানিয়েছিলেন যে একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার জন্য "গুরুতর চিন্তা" করছেন।

প্রসঙ্গগত, গত বছরই জানা গিয়েছিল, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক আমাজনের প্রাক্তন সিইও জেফ বেজোসকেও পিছনে ফেলে দিয়েছিলেন।

শোনা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। অর্থাৎ তার সম্পদ হতে পারে ১ ট্রিলিয়ন ডলার!

সূত্রঃ সিএনএন 

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি