রবি এলিটের সঙ্গে ফুডপ্যান্ডার চুক্তি
প্রকাশিত : ১৭:০১, ৫ এপ্রিল ২০২২ | আপডেট: ২০:৩৫, ৭ এপ্রিল ২০২২
ফুডপ্যান্ডা ফর বিজনেস এর মাধ্যমে আকর্ষণীয় ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা। রবি এলিট গ্রাহকদের ফুডপ্যান্ডায় খাবার অর্ডারের ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়ার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান রবি এবং অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস’ একাউন্টের মাধ্যমে ফুডপ্যান্ডায় খাবার অর্ডারে বিশেষ অভিজ্ঞতা পাবেন রবি এলিট গ্রাহকরা।
চুক্তি অনুসারে, ফুডপ্যান্ডা করপোরেট একাউন্ট ব্যবহারের মাধ্যমে রবি এলিট সাবস্ক্রাইবাররা ন্যূনতম ৩৫০ টাকা সমমূল্যের অর্ডারে ১০০ টাকা এবং ন্যূনতম ৪০০ টাকা সমমূল্যের অর্ডারে ১৫০ টাকা ছাড় পাবেন। এ অফারটি উপভোগ করতে রবি এলিট গ্রাহকদের https://cutt.ly/ElitePandaOffers এই লিংকে প্রবেশ করার পর সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে। বিশেষ এ অফারের আওতায়, ১০০ টাকার ডিসকাউন্ট কুপন পেতে গ্রাহককে REW Elite100 টাইপ করতে হবে এবং ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন পেতে Rew Elite150 টাইপ করতে হবে। এরপর ফুডপ্যান্ডায় অর্ডারের সময় এসএমএসে পাওয়া গোপন কোডটি ব্যবহার করলে গ্রাহক এ ছাড় উপভোগ করতে পারবেন।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ এবং ফুডপ্যান্ডার হেড অব করপোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনয়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিএলএম ইনোভেশন অ্যান্ড অ্যানালিটিক্স এর জেনারেল ম্যানেজার মাহফুজুল হক এবং রবি লয়্যালিটি অ্যান্ড রিওয়ার্ডস এর ম্যানেজার তাসনিয়া আফরিন। এ সময় ফুডপ্যান্ডা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব সেলস শাহরুখ হাসনাইন, হেড অব সেলস সিরাজুল হক, সিনিয়র করপোরেট সেলস এক্সিকিউটিভ হাবিব-উর-রহমান, করপোরেট একাউন্ট ম্যানেজার তারেক মাহমুদ খান এবং করপোরেট একাউন্ট ম্যানেজার ফোরকান এম এ বাশার।
আরকে//
আরও পড়ুন