ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

৯ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণা : অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ২০ এপ্রিল ২০২২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন আগামী ৯ জুন জাতীয় সংসদে আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী বাজেটে জনগণের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো হবে না।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আগামী বাজেটে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়ানো হবে কীনা?

উত্তরে মন্ত্রী বলেন, “আমরা বাজেট নিয়ে নোট বেইজড আলোচনা শুরু করেছি। আইটেমওয়াইজ আলোচনা আরও করতে হবে। এনবিআরের সঙ্গে বসতে হবে, নিজস্ব মন্ত্রণালয়ের বিভাগগুলো সঙ্গে আলোচনা করে বাজেটকে আরও বিস্তারিত করব, আরও সময় লাগবে।

“দেশের জনগণের কষ্ট বা ভোগান্তি যাতে করে না বাড়ে এবং তাদের ওপরে যেন বোঝা বেশি না বাড়ে সেগুলোর জন্য আমরা কাজ করছি। আশা করছি এগুলো কমবেশি বিবেচনায় নেব।”

গতবছর ৩ জুন জাতীয় সংসদে চলতি ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের আকার মোটামুটি ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

নতুন বাজেট কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “এ বছরের বাজেট অন্যান্য বছরের মত না। এবার আরও ট্রান্সপারেন্ট উপায়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে। বাজেট কত হবে খাতওয়ারি বরাদ্দ কত হবে এসব নিউজ পত্রপত্রিকায় আসতে শুরু করেছে। এবার ইনশাআল্লাহ জুন মাসের ৯ তারিখে বাজেট উত্থাপন করা হবে।”

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি