ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইএলএসএল’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৪ এপ্রিল ২০২২ | আপডেট: ২০:৩৭, ২৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেডের (আইএলএসএল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর পল্টনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলএসএলের চেয়ারম্যান শৈবাল কান্তি চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মশিউর রহমান, প্রধান নির্বাহী নূরে রাব্বি, মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান নাজমুস সাকিব, প্রশাসনিক প্রধান কাজী মোহাম্মদ রাশিদুল হক’সহ পদস্থ কর্মকর্তা, গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীরা। এসময় বিনিয়োগকারীরা মতবিনিময় এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

ইফতার মাহফিলে আইএলএসএলর চেয়ারম্যান শৈবাল কান্তি চৌধুরী বিনিয়োগকারিদের কোনো রকমের হুজুগে কান না দিয়ে বুঝে শুনে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দেন। 

একই দিনে প্রতিষ্ঠানটির চট্টগ্রামের আগ্রাবাদ, খাতুনগঞ্জ এবং সিলেট শাখায়ও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি