ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাস্তায় আটকে পড়া মানুষদের জন্য স্বপ্ন’র ইফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:১৭, ২৭ এপ্রিল ২০২২

রাজধানীতে জ্যামের অস্বস্তি তো নিত্যদিনের সঙ্গী। রমজানে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও রাস্তায় যানজটের কারণে বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। তখন গাড়িতে বা মোটরবাইকে আটকে থাকা মানুষের ভোগান্তির শেষ থাকে না। 

সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষদের জন্য একটু হলেও স্বস্তির আয়োজন করেছে চেইন সুপারশপ ‘স্বপ্ন’ । 

২৬ এপ্রিল বিকাল ৫টা থেকে ইফতারের সময় পর্যন্ত রাজধানীর গুলশান ১, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, মিরপুর-১০ নম্বরসহ চট্রগ্রাম, সিলেট ও কুমিল্লা সদর এলাকার বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন করছে ‘স্বপ্ন’।

লাল রংয়ের টি-শার্ট, লালক্যাপ পরিহিত একদল তরুণকে দেখা যায় রাস্তায় আটকে পরা বা সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য স্বপ্ন’র ইফতার বিতরণ করতে। 

সুপারশপের কর্তৃপক্ষ এ বিষয়ে জানান, ইট-পাথরের এ শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। (বিজ্ঞপ্তি)

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি