ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

ঈদের আগে মাংসের বাজার চড়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২৯ এপ্রিল ২০২২

আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। সয়াবিন তেল বাজারে নেই বললেই চলে। মাছ ও মাংসের বাজার ঊর্ধ্বমুখী হলেও মশলার দাম স্থিতিশীল। এদিকে, বাজারে এসেছে নানা ধরনের সেমাই, তবে ক্রেতা কম বলে জানালেন বিক্রেতারা। 

ঈদের আগে শেষ শুক্রবার। এরই মধ্যে শুরু হয়েছে ছুটি। অনেকেই ছেড়ে গেছেন রাজধানী। তাই কারওয়ানবাজারেও কম ক্রেতার সংখ্যা।

ঈদ সামনে রেখে বাজারে এসেছে নানা রঙের সেমাই। তবে অন্যান্য সময়ের তুলনায় দাম বেশি। এছাড়া তেলের দাম বেশি থাকায় উৎপাদন ব্যয় বেড়েছে, তাই ক্রেতাদের কিনতে হচ্ছে বেশি দামে।

সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে বাজারে। খোলা তেল নেই বললেই চলে।

জিরার দাম কিছুটা বাড়লেও অন্যান্য মসলার বাজার স্থিতিশীল।

এদিকে মাছের বাজারে নেই ক্রেতা, চাহিদা কম থাকলেও দাম কমেনি।

গত সপ্তাহের তুলনায় মুরগীর মাংসের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বিক্রেতারা বলছেন, সড়কে যানজট ও সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। গরুর মাংস সাড়ে ছয়শ’ টাকা থেকে ৭০০ টাকাতেও বিক্রি হচ্ছে। আর খাশির মাংস বিক্রি হচ্ছে সাড়ে আট শ’ থেকে নয়শ টাকায়।

কোনো কোনো ব্যবসায়ী ৭১০ টাকা কেজিতেও গরুর মাংস বিক্রি করছেন।  এছাড়া সুপারশপে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৭২৫ টাকা পর্যন্ত। যদিও এক সপ্তাহ আগেও রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংসের কেজি ছিল ৬৫০ থেকে ৬৮০ টাকা।

এদিকে, কেজি প্রতি ৫ থেকে ৭টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে সবজীর চাহিদা কম থাকায় দামও কিছুটা কম।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি