ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অধিক মুনাফার লোভে সয়াবিনের কৃত্রিম সংকট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ১ মে ২০২২ | আপডেট: ২৩:০৩, ১ মে ২০২২

Ekushey Television Ltd.

বাজার থেকে হাঠাৎই উধাও সয়াবিন তেল। তবে ভাগ্য ভাল হলে বাড়তি টাকায় মিলছে তেল। ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, তেল নিয়ে চলছে কারসাজি। বাড়তি মুনাফার জন্যই কৃত্রিম সঙ্কট। খুচরা ব্যবসায়ীরা অবশ্য এজন্য দুষছেন ডিলারদের। ভোক্তা অধিকার অভিযান চালালেও মিলছে না ফল। 

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। এরমধ্যে আবার নতুন দুশ্চিন্তা। যাদের ঘরে তেল নেই ঈদের দিন রান্না  কিভাবে হবে সেই ভাবনাটিই ভাবতে হচ্ছে তাদের।
রাজধানীর খিলগাঁও বাজার। খুচরা, পাইকারি কোথাও নেই সয়াবিন তেল। দোকানে দোকানে ঘুরে তেল না পেয়ে ক্ষোভ ঝরে ক্রেতার কন্ঠে।

বাধ্য হয়ে অনেকেই কিনছেন সরিষার তেল। ক্ষুব্ধ ক্রেতার অভিযোগ, কৃত্রিম সঙ্কট তৈরি করেছে ব্যাবসায়ীরা।

ব্যাবসায়ীরা যে আসলেই সঙ্কট তৈরি করছেন তার সত্যতা মিলল কারওয়ান বাজারের এই ব্যাবসায়ীরা কথায়। তিনিই জানালেন, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের গায়ে লেখা দর ৭৪০ টাকা হলেও ৯০০ টাকা দিলেই মিলবে। এভাবে ৩১২ টাকার ২ লিটার মিলছে ৩৫০ টাকায় আর ১৫৭ টাকার ১লিটারের বোতল মিলবে ১৮০ টাকায়।

খিলগাঁও, মালিবাগ কাঁচা বাজারসহ অন্যান্য বাজারে না থাকলেও কারওয়ান বাজারের কোনো কোনো দোকারে তেল পাওয়া যাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের ভয়ে। অভিযানের পরও  ডিলার ব্যাবসায়ীদের এ কারসাজিতে নাজেহাল সাধারন ক্রেতা। 

সংকট সমাধানে বাজারে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি