ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ৮ মে ২০২২ | আপডেট: ২১:৪০, ১১ মে ২০২২

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ভ্যানগার্ড এএমএল গ্রোথ ফান্ডের ট্রাস্ট কমিটি ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

বুধবার ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩১ মার্চ ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ৩১ মার্চ ২০২২ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৯ পয়সা। একইসময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (বাজার) হয়েছে ১৪ টাকা ১০ পয়সা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি