ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

২ হাজার ৫৮ লিটার ভোজ্য তেল উদ্ধার, ২ লাখ টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১০ মে ২০২২

২ হাজার ৫৮ লিটার ভোজ্য তেল উদ্ধারের পাশাপাশি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ মে) গাজিপুরের বোর্ড বাজারে এ অভিযান চালায় তারা। 

গেল বৃহস্পতিবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯৮ টাকা, খোলা সয়াবিন ১৮০ টাকা এবং পাম অয়েলের দাম ১৭২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু এর চেয়ে বেশি দামেও মিলছেনা ভোজ্যতেল। 

গাজিপুরের বোর্ড বাজারে তেল ডিলার মনির হোসেনের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। দোকানে তেল না পেয়ে যাওয়া হয় তার গুদামে। সেখানে মিললো কার্টুনের পর কার্টন তেল, যার অধিকাংশের গায়ে খুচরা মূল্য লিটার প্রতি ১৬০ টাকা উল্লেখ আছে। তবে কোন ভাবেই নিজের দোষ স্বীকার করতে নারাজ দোকানি। 

একেতো অবৈধ মজুদ, তার উপর বাড়তি দামে তেল বিক্রি। হাতে নাতে প্রমান পেয়ে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 

এদিকে ভোক্তা অধিকারের পৃথক অভিযানে রাজশাহীতে পাঁচটি গুদাম থেকে প্রায় এক লাখ লিটার তেল জব্দ করা হয়। অন্যদিকে কুষ্টিয়ার বড়বাজারে ৪০ হাজার লিটার ভোজ্য তেল অবৈধ ভাবে মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি