‘চিঠি’ ক্যাম্পেইনের ৫০ বিজয়ীকে পুরস্কৃত করল নগদ
প্রকাশিত : ১২:৫৮, ১১ মে ২০২২
‘নগদ-এ চিঠি’ শিরোনামে একটি ক্যাম্পেইন চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। যেখানে গ্রাহকেরা নগদ নিয়ে তাদের ভালোলাগার গল্প চিঠির মাধ্যমে জানিয়েছেন। যা পরবর্তীতে ‘সেরা চিঠি’ হিসেবে নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করেছে নগদ।
পাঁচদিনব্যাপী চলা এই ক্যাম্পেইনে অসংখ্য চিঠি জমা পড়ে। হাজারো চিঠি থেকে সেরা ৫০টি চিঠি বাছাই করা হয়, যারা ‘নগদ’ নিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন। নগদ কীভাবে লেনদেনে তাদের অর্থনৈতিক জীবনকে আরও সহজতর করে দিয়েছে, সেসব কথা প্রতিযোগীদের চিঠিতে উঠে এসেছে।
নিজের অনুভূতির কথা তুলে ধরেন বগুড়া সদর উপজেলার আরিফ রহমান লেখেন, ‘নগদ-ই একমাত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটি বাজারে বিদ্যমান মনোপলি ভেঙে দিতে সক্ষম হয়েছে। সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ, বিনামূল্যে বিল-পে সুবিধাসহ অন্যান্য দৃষ্টিনন্দন সেবাসমূহের কারণে আমি নগদ ব্যবহার করছি।’
খুলনার মো. শাহীন খান লিখেছেন, ‘নগদ-এর সেবাগুলো এত সুন্দর, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এর মধ্যে ইসলামিক অ্যাকাউন্টের সেবাটি সবচেয়ে ভালো লেগেছে। কারণ এটি সুদবিহীন শরিয়াসম্মত অ্যাকাউন্ট। বন্ধুদের সাথে শেয়ার করার পর তারাও নগদ’র ইসলামিক অ্যাকাউন্টের প্রতি আকৃষ্ট হয়ে এটি ব্যবহার শুরু করেছে।’
নগদের প্রতি ভালবাসা জানিয়ে এরকম বহু গ্রাহক তাদের অভিব্যক্তি প্রকাশ করেন চিঠির মাধ্যমে।
ক্যাম্পেইন প্রসঙ্গে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘চিঠি ক্যাম্পেইনে গ্রাহকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। গ্রাহকেরা নগদ নিয়ে তাদের বিভিন্ন অনুভূতির কথা চিঠিতে লিখে শেয়ার করেছেন। চিঠিগুলো পড়ার সময় অংশগ্রহণকারী প্রতিটি গ্রাহককে বিজয়ী মনে হয়েছে। যেহেতু এটি একটি প্রতিযোগিতা, তাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। গ্রাহকদের ভালোবাসা নিয়ে ‘নগদ’ আরও অনেকদূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।’ (বিজ্ঞপ্তি)
এএইচ/
আরও পড়ুন