ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিজিএমইএ ভবন ভাঙলে সেতু ভবন কেন নয়: মেয়র আতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ১৪ মে ২০২২ | আপডেট: ২২:০৫, ১৪ মে ২০২২

ঢাকার যানজট কমাতে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে ব্যক্তিগত গাড়ির বদলে বাস চালু করার আহ্বান জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে মেয়র আতিক প্রশ্ন রাখেন, হাতিরঝিলের জন্য কারওয়ান বাজারে বিজিএমই ভবন ভাঙা হলে, যানজট কমাতে মহাখালীর সেতু ও সড়ক ভবন কেনো ভাঙা নয়? 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে পার করেছেন দুই বছর। এ সময়ের মধ্যে সিটি করপোরেশনের পরিকল্পনা আর অর্র্জন নিয়ে মুখোমুখি হন সংবাদ সম্মেলন।

মেয়র বলেন, রাজধানীর স্কুল কলেজ গুলোর সামনে যানজট লেগেই  থাকে, তার অন্যতম কারণ প্রাইভেটকার। এই জট কমাতে তুলে ধরেন স্কুল বাসের প্রয়োজনীয়তা।

বনানী থেকে উত্তরা পর্যন্ত যানজটের অন্যতম কারণ হিসেবে সেতু ভবন আর বিআরটিএ ভবনকে দায়ি করেন মেয়র।

গাড়ি পার্কিং নিয়ে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। আর রাজধানীর খাল দখলদারদের স্ব ইচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘চিরুনি’ অভিযান অব্যাহত রাখার কথা জানান মেয়র বলেন, অভিযান চলবে ১৭ মে থেকে ২৬ মে পর্যন্ত  দশ দিন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি