ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২২ মে ২০২২

আগামী অর্থবছরের জন্য ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

রাজধানীতে রোববার সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি অধ্যাপক আবুল বারাকাত এ প্রস্তাব উপস্থাপন করে।

আবুল বারকাত বলেন, প্রস্তাবিত জনগণতান্ত্রিক ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করছি। যা বর্তমান বাজেটের তুলনায় ৩.৪ গুণ বেশি। যেখানে ৩৩৮টি সুপারিশ রয়েছে।

এসময়ে তিনি আয়, সম্পদ, স্বাস্থ্য এবং শিক্ষা বৈষম্য কমাতে বাজাটে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান। এছাড়া গণপরিবহন এবং গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন নামে ২টি নতুন মন্ত্রণালয়ের দাবি জানান তিনি।

২০৩২ সাল নাগাদ বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ বিপদে পড়তে পারে বলেও হুশিয়ার করে দেন ডক্টর আবুল বারাকাত। 

শোভন সমাজ বিনির্মাণে বাজেট বাড়ানোর তাগিদও দেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি