ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বৈশ্বিক মন্দা নিয়ে হুঁশিয়ারি বিশ্ব ব্যাংক প্রধানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ২৬ মে ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাবে খাদ্য, জ্বালানি ও সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব ব্যাংক প্রধান ডেভিড ম্যালপাস।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনে নতুন করে একের পর এক লকডাউন ঘোষণাও অর্থনীতির গতি শ্লথ করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

বুধবার যুক্তরাষ্ট্রে এক বাণিজ্যিক আয়োজনে দেওয়া বক্তব্যে ম্যালপাস বলেন, “বৈশ্বিক জিডিপির বর্তমান যে অবস্থা…এই মন্দা এড়ানোর পথ খুঁজে বের করাটা কষ্টকর হবে।”

তিনি বলেন, “শুধু জ্বালানির দাম দ্বিগুণ করার ধারণাই মন্দা বাড়ানোর জন্য যথেষ্ট।”

তবে জিডিপি নিয়ে তিনি কোনো পূর্বাভাস দেননি। 

বাড়তে থাকা অর্থনৈতিক ঝুঁকি যখন বিশ্বকে চোখ রাঙাচ্ছে, তখনই এই হুঁশিয়ারি এলো বিশ্ব ব্যাংক প্রধানের কাছ থেকে। 

গত মাসে বিশ্ব ব্যাংক বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমিয়ে তিন দশমিক দুই শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছিল। 

যুক্তরাষ্ট্র চেম্বার অব কর্মাস আয়োজিত ওই অনুষ্ঠানে ম্যালপাস বলেন, রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে এই অঞ্চলের অর্থনীতির গতি ‘উল্লেখযোগ্যভাবে শ্লথ’ হয়ে যেতে পারে। জ্বালানির উচ্চমূল্য এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জার্মানিতে। সার, খাদ্য এবং জ্বালানি ঘাটতির প্রভাব পড়ছে উ্ন্নয়নশীল দেশগুলোতেও।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীনের অর্থনীতির অন্যতম কেন্দ্র সাংহাইসহ দেশটির কয়েকটি বড় বড় শহরে লকডাউন শুরু হওয়ায় শঙ্কা প্রকাশ করেন ম্যালপাস।  

মার্চ-এপিলে চীনের প্রধান কয়েকটি শহরে আংশিক কিংবা পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়; এর মধ্যে সাংহাইতে দেওয়া হয় দীর্ঘমেয়াদি শাটডাউন। ফলে দেশটির অর্থনিীতিতে বড় ধরনের ধস নামে। 

ম্যালপাস বলেন, “চীন এরইমধ্যে রিয়েল এস্টেট ব্যবসার পরিধি কমিয়েছে, ফলে রাশিয়ার আগ্রাসনের আগেই চীন ২০২২ সালের জন্য প্রবৃদ্ধির লক্ষমাত্রা নমনীয় করেছে। এরপর কোভিডের কারণে লকডাউন দেওয়ায় চীনের প্রবৃদ্ধির লক্ষ্য আরো কমেছে।”

এএইচএস/ এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি