টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি যৌক্তিক (ভিডিও)
প্রকাশিত : ২১:৩৮, ৩০ মে ২০২২ | আপডেট: ২২:০৯, ৩০ মে ২০২২
টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধিকে যৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, টাকার অবমূল্যায়নের কারণে রেমিট্যান্স ও রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তবে পরিস্থিতি সাপেক্ষে ডলারের মূল্যমান পুনঃমূল্যায়নের পরামর্শ দিয়েছেন তারা। সতর্ক থাকতে বলেছেন মূল্যস্ফীতি নিয়েও।
রপ্তানি ও রেমিট্যান্সের বিপরীতে আমদানি ব্যয় বাড়ছে। চাপ বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। আর এতে ধারাবাহিকভাবে কমছে টাকার মূল্যমান।
মাত্র দেড় মাসে টাকার অবমূল্যায়ন হয়েছে ছয় বার। সর্বশেষ রোববার আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৯ টাকা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে নীতি সুদ হার তথা রেপোর রেটও বাড়িয়ে পাঁচ শতাংশ নির্ধরণ করেছে বাংলাদেশ ব্যাংক। বেড়েছে মূল্যস্ফীতিও। অর্থনীতিবিদদের মতে, পূর্বে নির্ধারিত আমানত ও ঋণের সুদ হার ৬ ও ৯ শতাংশেও পরিবর্তন প্রয়োজন।
তবে অর্থনীতিবিদ ড. মনজুর হোসেন টাকার অবমূল্যায়নের ফলে মূল্যস্ফীতি যাতে না বাড়ে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
আরকে//
আরও পড়ুন