ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহীদের বিদায় সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৩১ মে ২০২২

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত ১৫ জন ঊর্ধ্বতন নির্বাহীকে (৩০ মে) সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মো. মাকসুদুর রহমান। 

অনুষ্ঠানে ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মো. আব্দুল জব্বার, মো. সালেহ ইকবাল, এ এ এম হাবিবুর রহমান ও মো. মোশাররফ হোসাইনসহ বিদায়ী নির্বাহীগণ বক্তব্য দেন। 

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, মো. আলতাফ হুসাইন ও মোঃ নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি