ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বৈদেশিক বাণিজ্য ছাড়ালো ১০০ বিলিয়ন মার্কিন ডলার (ভিডিও)

হাসান ফেরদৌস 

প্রকাশিত : ২১:৫২, ১ জুন ২০২২ | আপডেট: ২২:০৩, ১ জুন ২০২২

নতুন মাইলফলক অতিক্রম করেছে বৈদেশিক বাণিজ্য। প্রথমবারের মতো দেশের আমদানি-রপ্তানি ছাড়ালো ১০০ বিলিয়ন মার্কিন ডলার। চাহিদা ও উৎপাদন-সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, সরকারের নীতিসহায়তার পাশাপাশি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণেই এমন সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

নতুন উচ্চতায় দেশের বৈদেশিক বাণিজ্য। প্রথমবারের মতো দেশের আমদানি-রফতানি ছাড়িয়েছে ১০০ বিলিয়ন মার্কিন ডলার। যার ৯০ ভাগের বেশি সম্পন্ন হয়েছে ঢাকা-চট্টগ্রাম করিডোর বা চট্টগ্রাম সমুদ্রবন্দর বন্দর দিয়ে।

রফতানি উন্নয়ন ব্যুরো- ইপিপি এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে বৈদেশিক বাণিজ্য ছাড়িয়েছে ১০০ বিলিয়ন মার্কিন ডলার। যারমধ্যে আমদানি ৬৬ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর রপ্তানি আয় এসেছে ৩৮ দশমিক ৬০ বিলিয়ন ডলার। বাণিজ্য গতিশীল হওয়ায় স্বতিতে উদ্যোক্তারা। 

এদিকে, সক্ষমতা বৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে ব্যবসা-বাণিজ্যের আকার বেড়েছে বলে মনে করেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। 

সরকারের আর্থিক প্রণোদনা প্যাকেজ-সহ যথাযথ নীতিসহায়তা বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলছেন শিল্পোদ্যোক্তারাও। 

ব্যবসা-বান্ধব পরিবেশ বজায় থাকলে সামনের দিনগুলোতে আরো সমৃদ্ধ হবে বাণিজ্য। সে লক্ষ্যে কাজ করছে সরকার। 

বৈশ্বিক করোনা মহামারি মোকাবেলা করে আমদানি-রফতানি বাণিজ্য এগিয়ে যাওয়ায় দেশের অর্থনীতিও পেয়েছে নতুন গতি। তবে রপ্তানির বিপরীতে আমদানির পরিমান অস্বাভাবিকভাবে বাড়ায় সামষ্টিক অর্থনীতিতে পড়ছে নেতিবাচক প্রভাব। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি