ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিলেট অঞ্চলের এসআইবিএল-এর কর্মকর্তাদের সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক এর সিলেট অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের সকল পর্যায়ের কর্মকর্তার অংশগ্রহণে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টারে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেড ফ্যাইন্যান্স বিভাগের প্রধান আবু রুশ্দ ইফতেখারুল হক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম ইসলামী শরীয়াহ্ পালনের উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম চলমান রেমিট্যান্স ও আমানত সংগ্রহ ক্যাম্পেইন সফল করার আহবান জানান । তিনি গ্রাহকসেবার মানোন্নয়নের উপরও গুরুত্ব দেন।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি