ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টাকার মান কমলো আরও ১ টাকা ৬০ পয়সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ৬ জুন ২০২২ | আপডেট: ২১:৪৩, ৬ জুন ২০২২

তিন দিনের ব্যবধানে আবারও কমেছে টাকার মান। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে ১ টাকা ৬০ পয়সা। সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

গত বৃহস্পতিবার (২ জুন) এক দফা টাকার মান কমানো হয়। তখন জানানো হয়েছিল, ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। এতে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার হয় ৮৯ টাকা ৯০ পয়সা।

এর আগে গত ২৯ মে সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রতি ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণের সিদ্ধান্ত জানান। যা পরদিন থেকে কার্যকর হয়।

গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরেই নয়বার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে।

আন্তঃব্যাংক রেট গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি