ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেনেভায় শুরু বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১২ জুন ২০২২

Ekushey Television Ltd.

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন রোববার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে শুরু হচ্ছে। কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় ৫ বছর পর ডব্লিউটিও’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সম্মেলনটি ১২ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে সম্মেলন। 

এবারের সম্মেলনের মূল বিষয় করোনা মহামারি, কৃষি ও মৎস্যখাতের ভর্তুকি, মেধাস্বত্ত্ব এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা। 

বাংলাদেশ এলডিসিভুক্ত ও অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। এলডিসি থেকে উত্তোরণ পরবর্তীতে বাংলাদেশ মেধাস্বত্তসহ অন্যান্য যেসব বাণিজ্যিক সুবিধা পাচ্ছে, সেসব সুবিধা যেন আরও কয়েকবছর অব্যাহত থাকে বাংলাদেশ প্রতিনিধি দল অত্যন্ত গুরুত্বসহকারে সম্মেলনে  সেগুলো তুলে ধরবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি