ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১২ জুন ২০২২

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি শেষ হয়েছে। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক আরিফ হোসাইন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আরিফুজ্জামান ও যুগ্ম পরিচালক মো. জাহিদ ইকবাল। 

আইবিটিআরএ এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহ ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন এবং আইবিটিআরএ এর চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র প্রধান মুহাম্মদ আতাউল হক সিরাজী। ২৫ জন নতুন উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি