ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ১৫ জুন ২০২২

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা ১৫ জুন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। 

সভায় অন্যান্যদের মধ্যে, শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

২৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২১ইং সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদিত হয়। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি