ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শিগগিরই ভোজ্যতেলের দাম কমবে: বাণিজ্য সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ২৬ জুন ২০২২ | আপডেট: ১৪:২০, ২৬ জুন ২০২২

সয়াবিন তেল

সয়াবিন তেল

সম্প্রতি সাধারণ মানুষের নাগালের বাইরে গেছে ভোজ্যতেলের দাম। প্রায় দুইশ টাকা প্রতি লিটার দাম নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। এমন প্রেক্ষিতে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমে আসায় শিগগিরই বাংলাদেশেও কমবে তেলের দাম।

রোববার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের দাম কতটা কমবে, সেটি স্পষ্ট নয় বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

এসময় তেলের দাম কমার আশা প্রকাশ করে তিনি বলেন, এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারব, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি