ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

সয়াবিন তেলের দাম কমলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ২৬ জুন ২০২২

বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা কমানো হয়েছে। সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 

রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। ৫ লিটারের বোতলের দাম পড়বে ৯৮০ টাকা। এছাড়া, খোলা প্রতি লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১৮০ টাকায়।   

বাংলাদেশ ভেজিটেবর অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দর সোমবার (২৭ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে রোববার দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ দেশের বাজারে দুই-এক দিনের মধ্যে ভোজ্যতেলের দাম কমার ইঙ্গিত দিয়েছিলেন। পরিবর্তিত দাম সমন্বয়ের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও ভোজ্য তেলের দাম কমবে। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সয়াবিন তেলের দাম কমার ঘোষণা এলো। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি