ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

টাকার মান আরও কমলো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ২৮ জুন ২০২২ | আপডেট: ২০:০৫, ২৮ জুন ২০২২

Ekushey Television Ltd.

ডলারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ জুন) আন্তঃব্যাংক প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা।

এর আগে সোমবার ডলারের দাম ছিল ৯২ টাকা ৯৫ পয়সা। একদিনের ব্যবধানে টাকার মান কমলো ০.৫০ টাকা। আর এ নিয়ে চলতি বছরে ডলারের বিপরীতে অন্তত ১৩ বার মান হারিয়েছে টাকা। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে ৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও বলেন, তবে আমদানি-রপ্তানির ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের নির্ধারিত রেটই কার্যক্রম হবে সেসব ব্যাংকে। অর্থাৎ বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্ব-স্ব ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করে বিক্রি করতে পারবে। আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯৩ টাকা ৪৫ পয়সা দরে চার কোটি ২০ লাখ ডলার বিক্রি করা হয়েছে।

এদিকে, এদিন খোলাবাজারে ডলারের দাম ছিল ১০০ টাকার ওপরে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে ৯৩ থেকে ৯৫ টাকার মধ্যে।

 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি