ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

রোটারিয়ানদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ২৯ জুন ২০২২

রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট শেখর মেহতা রোটারিয়ানদের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন। 

মঙ্গলবার ঢাকায় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর সার্ভিস এ্যাওয়ার্ড বিতরন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। মি. মেহতা বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, বানিজ্য মন্ত্রী টিপু মুনশী, রোটারি গভর্ণর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্ণর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্ণর (নমিনী) আশরাফুজ্জামান নান্নু, ইভেন্ট চেয়ার- এম মঞ্জুরুল হক এবং রোটারির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেরা রোটারিয়ানদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি