ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেকসই ব্যাংকের অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডকে দেশের অন্যতম সেরা টেকসই (সাসটেইনেবল) ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ-এর নিকট “সাসটেইনেবল রেটিং-২০২১” এর সার্টিফিকেট প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফারাহ মো. নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।

টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং- এই চারটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি