ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মোবাইল থেকে ব্যাংকে দৈনিক লেনদেন সীমা ৫০ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ৫ জুলাই ২০২২

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব থেকে ব্যাংকে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করতে পারবেন একজন গ্রাহক। আগে এই সীমা ছিল ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে। 

নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। আগের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।

আগে এক নির্দেশনায় বলা হয়, মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরা এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৩০ হাজার টাকা ও মাসে ২ লাখ টাকা জমা করতে পারবেন। আর ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে ৫০ হাজার টাকা ও মাসে ৩ লাখ টাকা জমা করা যাবে।

গ্রাহকেরা দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন।

এমএফএসের গ্রাহকেরা একে অপরকে অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। আগে প্রতি মাসে এমএফএসের একজন গ্রাহক অন্য গ্রাহককে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি