ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বাড়তি অর্থ গুণতে হচ্ছে কামারের দোকানে (ভিডিও)

মেহেদী হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৭ জুলাই ২০২২

নতুন ছুরি-বটি কেনা বা পুরোনোগুলোতে ধার দেওয়া- যাই করেন না কেন এ বছর বাড়তি অর্থ গুণতে হচ্ছে কামারের দোকানে। এজন্য কাঁচামালের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। 

আর দুদিন বাদেই কোরবানির ঈদ। পশু জবাই ও মাংস প্রস্তুতে প্রয়োজন চাকু, বটি, চাপাটির মতো দেশি যন্ত্র। এসব তৈরিতে এখন দম ফেলার সময় নেই কামারদের। তবে বাজার গতবারের তুলনায় মন্দা বলছেন তারা।

কারিগররা জানান, “মজুরি কম, কারণ যে জিনিস ৫শ’ তার দাম বলে ৩শ’ টাকা। গতবারের চেয়ে এবার বেশি হবার কথা কিন্তু এবার হচ্ছে কম।”

কেউ এসেছেন নতুন যন্ত্র কিনতে, কেউবা পুরোনোগুলো ধার করাতে। তবে সবারই অভিযোগ, গতবারের তুলনায় দাম বেশি।

ক্রেতারা বলেন, “আগের চেয়ে এবার অনেক দাম। গতবার যেটা ১শ’টা ছিল সেটা নিচ্ছে দেড়শ’ টাকা।”

বাড়তি দামের কথা অস্বীকার করছেন না কামাররা। তবে এজন্য সবকিছুর বাড়তি দামকেই দায়ী করছেন তারা। 

কামাররা বলেন, “চাপাটি-দা-বটি সবই ৬শ’ টাকা কেজি। আর নরমালটা ৪শ’ টাকা। লোহা কিনতে হয় বাড়তি অর্থে কিন্তু কাস্টমার দাম বলছে কম।”

মানভেদে লোহার দামে রয়েছে তারতম্য। তাই এসব যন্ত্র দেখেশুনে কেনার পরামর্শ কামারদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি