ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গ্লোবাল ইসলামী ব্যাংকের আশুলিয়া শাখা নতুন ঠিকানায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১৭ জুলাই ২০২২

গ্লোবাল ইসলামী ব্যাংকের আশুলিয়া শাখা সাভারের আশুলিয়ার ইয়ারপুরের জামগড়ায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। 

রোববার (১৭ জুলাই) নতুন ঠিকানা ‘মিজান শপিং কমপ্লেক্স’ এ কার্যক্রম শুরু করে। পূর্বে এই শাখার কার্যক্রম ‘মনসুর টাওয়ার, ইয়ারপুর, আশুলিয়া, সাভার, ঢাকা’ হতে পরিচালিত হতো। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের আশুলিয়া শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী তাঁঁর স্বকীয়তা বজায় রেখে সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি