ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কমছে খাদ্যপণ্যের দাম, ১৩ ডলারের গম এখন ৮ ডলার (ভিডিও)

মহিমা পলি, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১৯ জুলাই ২০২২

বিশ্ববাজারে কমছে খাদ্যপণ্যের দাম। ব্যাপক বেড়ে জ্বালানির বাজার স্থিতিশীল। কমছে স্বর্ণের দামও। তবে ইউক্রেন যুদ্ধ ঘিরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় স্বাভাবিক হয়নি সরবরাহ ব্যবস্থা।

ইউক্রেন যুদ্ধের শুরুতে চরম অস্থিরতা দেখা দেয় আন্তর্জাতিক বাজারে। লাফিয়ে বাড়তে থাকে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সব জিনিসের দাম। কয়েকগুণ বেড়ে যায় সমুদ্রগামী জাহাজের ভাড়াও।

যুদ্ধ চলছে, স্বাভাবিক হয়নি বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা। রাশিয়া ও পশ্চিমাদের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও বহাল। তবুও বিশ্ববাজারে কমছে খাদ্যপণ্যের দাম। বেড়ে স্থিতিশীল জ্বালানি তেলের বাজার।

গত মার্চে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছাড়িয়েছিল ১৩০ মার্কিন ডলার। যা ছিল ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্ববাজারে তেলের দাম নেমে এসেছে ১০০ ডলারে। দাম কমেছে ২৩ শতাংশ।  

তবে সবচেয়ে বেশি দাম কমেছে গমের। বিশ্ববাজারে এই খাদ্যপণ্যটি দর হারিয়েছে প্রায় ৪১ শতাংশ। মার্চে প্রতি বুসেল অর্থাৎ সাড়ে ২৫ কেজি গমের দাম উঠেছে প্রায় সাড়ে ১৩ মার্কিন ডলার। যা এখন পাওয়া যাচ্ছে ৮ ডলারে।

নিম্নমুখী ভুট্টার বাজারও। গেল পাঁচ মাসে ভুট্টার দর কমেছে প্রায় ২৪ শতাংশ। প্রতি বুসেল ভুট্টা নেমে এসেছে ৬ ডলারে।
 
গেল কয়েক মাসে প্রায় ২০ শতাংশ কমেছে সয়াবিনের দাম। বিশ্ববাজারে প্রতি বুসেল সয়াবিন বীজের দাম এখন সাড়ে ১৩ মার্কিন ডলার।

বিনিয়োগের অন্যতম বড় খাত স্বর্ণের বাজারও পড়তির দিকে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ১ হাজার ৭শ’ ডলার। গত মার্চে যা ছাড়িয়েছিল ২ হাজার ৭৪ মার্কিন ডলার।

এদিকে, পণ্যমূল্য কমলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। সহনীয় পর্যায়ে আসেনি জাহাজ ভাড়াও।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি