ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বাড়ল সোনার দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২৮ জুলাই ২০২২ | আপডেট: ২০:১০, ২৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোনার নতুন এই দাম শুক্রবার (২৯ জুলাই) থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বাজুস গত মঙ্গলবার (২৬ জুলাই) একদফা বাড়ায় স্বর্ণের দাম। ওইদিন প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়। 

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয় বলেই জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুসারে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তি বলা হয়, স্থানীয় বাজরে তেজাবী সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে ২৮ জুলাই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং একটি সভা করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এছাড়া স্বর্ণলংকার বিক্রিয় সময়ে ক্রেতা সাধারণের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি গ্রহণ করারও অনুরোধ করেছে বাজুস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি