ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিমান বাংলাদেশকে ৮০টি হুইল চেয়ার দিলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ৮ আগস্ট ২০২২

প্রবীণ ও অসুস্থ যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেশের বিভিন্ন বিমানবন্দরে ব্যবহারের জন্য ৮০টি হুইল চেয়ার প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। 

এ উপলক্ষে ৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন-এর নিকট উক্ত হুইল চেয়ারসমূহ হস্তান্তর করেন। 

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্টর কাস্টমার সার্ভিসেস (যুগ্ম সচিব) মো. সিদ্দিকুর রহমান, ডিরেক্টর প্লানিং এন্ড ট্রেনিং এয়ার কমোডর (অব:) মোঃ মাহবুব জাহান খান বিবিপি, পিএসসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাজাদা বসুনিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি