ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আরেক দফা বাড়লো চিনি-আটার দাম (ভিডিও)

মাহমুদ হাসান

প্রকাশিত : ১৪:১৭, ১৯ আগস্ট ২০২২

আরেক দফা বাড়লো চিনি-আটার দাম। ভরা মৌসুমেও অগ্নিমূল্য ইলিশের। সপ্তাহ ঘুরে দাম কমেছে ডিম আর মুরগির। তবে ঝাল বেড়েছে কাঁচামরিচের। চড়া সবজির বাজারও। ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের দরেই। 

কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। এক সপ্তাহ আগের একশ পঞ্চাশ টাকা ডজনের ডিম রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে একশ বিশ টাকা দরে।

একজন বিক্রেতা বলেন, "১৫০ টাকা বললে অবাক হয়ে যাইত ক্রেতা, এখন ১২০ টাকা বললে খুশি হয়ে যায়।"

প্রায় সব প্রজাতির মুরগির দামও কেজিপ্রতি কমেছে দশ থেকে বিশ টাকা। 

একজন বিক্রেতা বলেন, কেজি প্রতি ব্রয়লার মুরগি গেল সপ্তাহে বিক্রি করেছি ২০০ থেকে ২১০ টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি করতেছি ১৭০ থেকে ১৮০ টাকা। পাকিস্তানি ছিল ৩০০ থেকে ৩১০ ছিলো, এখন ২৯০ থেকে ৩০০ টাকা কেজি।"

ভরা মৌসুমেও ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 

একজন ক্রেতা বলেন, "সারাজীবন ইলিশের মৌসুমে ইলিশ খাই মজা করে। এখন এক কেজির ওপরে ইলিশ ২২শ থেকে ২৩শ টাকা চায়।"

একজন ইলিশ বিক্রেতা বলেন, "ইলিশের আমদানি কম, অন্য বছর যে পরিমাণে ইলিশ ধরা পড়তো, এবারে তা হচ্ছে না।"

তবে অন্য মাছ বিক্রি হচ্ছে আগের দরে।

আটা-চিনি বাড়তি দামে বিক্রি হলেও ভোজ্যতেলে নেই পরির্বতন।

একজন মুদি দোকানদার বলেন, "শুধু চিনি আর আটার দামটা বাড়তি, তবে যেকোনো মুহূর্তে দাম বাড়তে পারে তেলের।"

কাঁচামরিচ, টমেটোসহ প্রায় সব ধরনের সবজির বাজারও চড়া।

তবে মাংসের বাজার অপরিবর্তিত আছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি