ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ব্যবসা-বাণিজ্যের স্বার্থে দীর্ঘমেয়াদি জ্বালানি-নিরাপত্তা জরুরি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ২১ আগস্ট ২০২২ | আপডেট: ২২:০৭, ২১ আগস্ট ২০২২

অর্থনীতিবিদরা শুধু আশঙ্কার কথাই বলেন; সরকার তাদের আশঙ্কাকে খুব বেশি গুরুত্ব দেয় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম। 

তবে অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিলম্বিত পদক্ষেপ নিয়েছে। এদিকে, ব্যবসা-বাণিজ্যের স্বার্থে দীর্ঘমেয়াদী জ্বালানি-নিরাপত্তা জরুরি, বলছেন ব্যবসায়ী নেতারা।

অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফের এই আয়োজন। অংশ নেন প্রতিকল্পনা প্রতিমন্ত্রী, অর্থনীতিবিদ-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

আলোচনায় উঠে আসে ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে যাওয়া, মূল্যস্ফীতি, চলতি হিসাবে রেকর্ড ঘাটতি-সহ নানা ইস্যু। 

ব্যবসায়ী নেতারা বলছেন, দীর্ঘমেয়াদী জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ব্যাহত হবে ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি ব্যবসা পরিচালনার অন্যান্য চ্যালেঞ্জ তো আছেই।

অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রা বিনিময় হার বা মূল্যস্ফীতির মতো সংকট একদিনে আসেনি। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেরি করেছে।

এদিকে, পরিকল্পনা প্রতিমন্ত্রীর অভিযোগ, দেশের অর্থনীতিবিদরা শুধু আশঙ্কার কথাই বলেন। আর সরকারের সাফল্যের কথা বলেন বিদেশিরা।

দেশীয় কয়লাসহ জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহারে সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি