ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা-রাজশাহী-রংপুরে ধর্মঘট, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২২ আগস্ট ২০২২ | আপডেট: ১২:১৫, ২২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

তিন দফা দাবিতে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির (বাপেপামাস) নেতারা।

সোমবার (২২ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট চলছে।

বাপেপামাস নেতা মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে এ প্রতিকী ধর্মঘট পালন করা হচ্ছে বলেই জানান তিনি।

বাপেপামাস নেতাদের দাবিগুলো হচ্ছে-
১. বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বাড়াতে হবে।

২. অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংক-লরি ভাড়া বাড়াতে হবে।

৩. পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।

এই কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে দেশব্যাপী এই আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বাপেপামাস নেতারা।

এর আগে গত ৫ আগস্ট রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য (লিটার প্রতি) ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা হবে।

তার আগ পর্যন্ত কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোল ৮৬ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ব্যাখ্যায় বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান কমানোসহ পাচার হওয়ার শঙ্কা থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি