ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ব্যাংক এশিয়ার প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ২২ আগস্ট ২০২২

'ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সার্ভিসেস' বিষয়ের উপর রাজধানীর লালমাটিয়াস্থ 'ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট' (বিএআইটিডি)-এ সম্প্রতি একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ব্যাংক এশিয়া। 

কর্মশালায় অনলাইনের মাধ্যমে ২০০ এরও অধিক এবং সরাসরি প্রায় ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার মো. সাজ্জাদ হোসেন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট এর উপ-পরিচালক আনোয়ার উল্যাহ কর্মশালাটি পরিচালনা করেন। বিএআইটিডি-এর প্রধান বি এম শহীদুল হক, ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হোসাইন আহম্মদ, পোস্ট অফিস ব্যাংকিং বিভাগের প্রধান কাজী মোরতুজা আলী, অল্টারনেটিভ ডেলিভারী চ্যানেলের প্রধান  মো. মনিরুজ্জামান খান, ব্রাঞ্চ অপারেশন্স বিভাগের প্রধান সুবীর কুমার চৌধুরী এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি