ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাল আমদানিতে শুল্ক অব্যাহতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

দেশের বাজারে চালের দাম কমানোর লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, সুগন্ধি ছাড়া অন্যান্য চাল আমদানি করা যবে।

তবে, রেয়াতি হারে চাল আমদানির পূর্বে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় কর্তৃক এই উদ্দেশ্যে মনোনীত অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা থেকে লিখিত অনুমোদন গ্রহণ করতে হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি