ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রাশিয়া থেকে ৫ লাখ টন গম কিনবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২৯ আগস্ট ২০২২

রাশিয়া থেকে ৫ লাখ টন গম কিনবে বাংলাদেশ। রোববার (২৮ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ও রাশিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

কিছুদিনের মধ্যেই রাশিয়ার সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে বলে দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

আগামী জানুয়ারির মধ্যেই গমবাহী জাহাজ বাংলাদেশে আসবে বলেও জানা গেছে।

তবে রুবল নয়, ডলারের মাধ্যমেই রাশিয়া থেকে গম কিনতে পারবে বাংলাদেশ। দেশের বাজারে সরবরাহ নিশ্চিত করতে প্রতি টন ৪৩০ ডলার দরে এ গম আমদানি করা হবে। গমের এ দামের সঙ্গে পরিবহন খরচ, বীমা ও খালাসের খরচ যুক্ত করা হয়েছে।

ইউক্রেন ও রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও গম আমদানিতে সংকটে পড়ে। গত মে মাসে বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত রফতানি বন্ধ করে দিলে সংকট আরও বাড়ে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি