ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৭, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে ও বংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর জনাব আবু ফারাহ মো. নাসের। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পক্ষে জনাব এম. রিয়াজুল করিম এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক জনাব মো. জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি ও প্রধান কর্মকর্তা, এসএমই এবং কৃষি ঋণ বিভাগ জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড তার দেশব্যাপী বিস্তৃত শাখা সমূহের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় মাত্র ৭% হারে যেকোনো কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মাঝে সর্বোচ্চ ৫ বছর মেয়াদি ঋণ সুবিধা পুনঃঅর্থায়নের ভিত্তিতে বিতরণ করতে পারবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি