ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এফএসআইবিএলের মানি লন্ডারিং-সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৮:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২২

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

প্রশিক্ষণ কর্মশালায় বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ এবং সার্বিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হয়। 

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদর রহমান শাহ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান এস এম আজহারুল ইসলাম, এএমএল এন্ড সিএফটি ডিভিশনের প্রধান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাজশাহীর আঞ্চলিক প্রধান মো. রেজাউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি