ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাম তেলের দাম কমল, বাড়ল চিনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে চিনির দাম বাড়ানো হয়েছে কেজিপ্রতি ৬ টাকা। নতুন মূল্য শিগগিরই কার্যকর হবে। 

আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধকদের সঙ্গে বৈঠকের পর সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, নতুন মূল্য অনুযায়ী, খোলা চিনির কেজি ৮৪ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনির কেজি ৮৯ টাকা থেকে বাড়িয়ে ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিশোধকরা আগামীকালের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি