ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

খোলা সয়াবিন বিক্রি শিগগিরই বন্ধ হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৬ অক্টোবর ২০২২

খোলা সয়াবিন তেল বিক্রি শিগগিরই বন্ধ করার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তপন কান্তি ঘোষ বলেন, চলতি বছরের ৩১ জুলাই থেকে বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের কথা ছিল। কিন্তু ওই সময়ে তেলের দাম অনেক বেশি থাকায়, তা সম্ভব হয়নি। একই সঙ্গে প্যাকেট করতে গেলে দামও একটু বেশি পড়ত।

তিনি বলেন, এখন যেহেতু তেলের দাম কমে যাচ্ছে, তাই কিছুদিনের মধ্যে এটা কঠোরভাবে বাস্তবায়ন করতে পারব। সেক্ষেত্রে সয়াবিন খোলা পাওয়া যাবে না। প্যাকেটে বিক্রি করতে হবে।

এ সময় আগামী ৩১ ডিসেম্বরের পর সয়াবিন বলে পাম তেল বিক্রি বন্ধ থাকবে বলেও জানান বাণিজ্য মন্ত্রণালয়ের এই সচিব।

ট্যারিফ কমিশনের মাধ্যমে ৯টি পণ্যের মূল্য নির্ধারণ প্রসঙ্গে তপন কান্তি ঘোষ বলেন, কিছু পণ্যের দাম ইতোমধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে। রড-সিমেন্টের দামের বিষয়ে কাজ চলছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি