ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বন্ধ করা হলেও বাজারে দেদার বিক্রি হচ্ছে মিনিকেট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ৭ অক্টোবর ২০২২ | আপডেট: ২১:০৪, ৭ অক্টোবর ২০২২

সিদ্ধান্তের তিন দিন পর ভোক্তা পর্যায়ে কমলো বোতলজাত সয়াবিন তেলের দাম। চিনি এখনো বিক্রি হচ্ছে আগের দামে। তবে দেশি ও ব্রয়লার মুরগী ও মাছের দাম বেড়েছে। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে শীতের সবজির দাম। এদিকে, কথিত মিনিকেট বিক্রি বন্ধের কথা বলা হলেও বাজারে দেদার বিক্রি হচ্ছে এই চাল।

সপ্তাহিক ছুটির দিন হলেও জমেনি রাজধানীর কাঁচাবাজার। ক্রেতার সংখ্যা খুবই কম। তবে চালের আড়ত ও খোলা বাজারে দেদারসে বিক্রি হচ্ছে মিনিকেট চাল। সরকারের নিষেধাজ্ঞা থাকলেও প্রায় প্রতিটি দোকানেই সাজানো রয়েছে এই চাল। 

সয়াবিন তেল লিটার প্রতি কমলেও চিনির দাম আছে আগের মতই। পাঁচ লিটার এখন বিক্রি হচ্ছে ৮৮০ টাকা। 

 এক সপ্তাহ পার হতেই সব ধরনের মুরগীর মাংসের দাম কেজিতে বেড়েছে দশ টাকা। গত সপ্তাহে ১৭০ ছিল ব্রয়লার আজ ১৮০। লেয়ার ছিল ২৮০ এখন ২৯০ টাকা কেজি।

সব ধরনের দেশি মাছের দাম ঊর্ধ্বমুখী তবে অপরির্বতিত চাষের মাছের বাজার। একজন বিক্রেতা বলেন, সব মাছের দামই ঊর্ধ্বমুখী।

বাজারে শীতের সবজির সরবরাহ বেশ ভালো। দামও আগের মতই। সিমের কেজি ১০০, বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচামরিচ ৪০ টাকা, তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল। 

গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। এছাড়া বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি