ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

উন্নয়নশীল দেশগুলো সংকটে, ব‍্যর্থ হতে পারে ঋণ শোধে

আউয়াল চৌধুরী

প্রকাশিত : ১৯:৩৭, ১২ অক্টোবর ২০২২ | আপডেট: ২১:৫৪, ১২ অক্টোবর ২০২২

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ঋণের কিস্তি শোধে ব‍্যর্থ হতে পারে বলে জানিয়েছেন বিশ্বব‍্যংকের প্রেসিডেন্ট ডেভিড ম‍্যালপাস। তিনি বলেন, রাশিয়া - ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ সংকট তৈরি করেছে। যার ফলে ঋণ শোধে ব‍্যর্থ হতে পারে উন্নয়নশীল দেশগুলি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তিনি  এসব কথা বলেন।

ডেভিড ম্যালপাস বলেন, বর্তমান পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলিতে মুদ্রার অবমূল্যায়নে মূল্যস্ফীতির চাপের সঙ্গে ঋণের বোঝা বাড়ছে। আবার সুদের পরিমাণ বাড়ারও শঙ্কা রয়েছে। ফলে উন্নয়নশীল দেশের দরিদ্র মানুষগুলো বেঁচে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়বে।

সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিশ্বব‍্যাংক প্রেসিডেন্ট বলেন, উন্নয়নশীল দেশগুলি বিশ্বব‍্যাংক থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে নেওয়া ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (আইডিএ) ঋণের পরিমাণ প্রায় ৪৪ বিলিয়ন ডলার। এসব দেশগুলির ঋণ পরিশোধে বহুজাতিক ব্যাংক, উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করতে হবে, যাতে তারা ফিসক্যাল স্পেস পায়।

বৈশ্বিক এমন পরিস্থিতে করণীয় সম্পর্কে ডেভিড ম্যালপাস বলেন, বিশ্বজুড়ে মন্দা অবস্থা, কোভিড পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জ্বালানির মূল‍্যবৃদ্ধি ও খাদ‍্য সংকটের কারণে বিশ্বের অনেক দেশ সমস্যায় পড়েছে। এ জন‍্য বিপদগ্রস্থ এসব দেশকে আরও সহায়তা দেয়া হবে। এছাড়া ঋণ আদায়ে আরও কিভাবে ছাড় বা সুযোগ দেয়া যায় চিন্তাভাবনা চলছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি