ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিশ্বব্যাংক-আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার সহায়তার আশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৬ অক্টোবর ২০২২

বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ।  এছাড়া বিশ্বব্যাংক থেকে আলাদা দুটি প্রকল্পে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

মূল্যস্ফীতির চাপ এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে বাংলাদেশের। ডলার সংকট সামাল দিতে কয়েক মাস আগে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাড়ে চার বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার জানান, “বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক বৈঠকে আশ্বাস মিলেছে বাজেট সহায়তার। আমরা সেখান থেকে ৪৫০ কোটি ডলার পাওয়ার আশা করছি।”

এ ছাড়া বিশ্বব্যাংকের কাছ থেকে আরও ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে বলে জানান গভর্নর। 

“আগের একটি এবং নতুন একটি বাজেট সাপোর্ট চেয়েছি আমরা। সেখানে সব মিলিয়ে এই ১০০ কোটি ডলার পাওয়ার বিষয়ে আশাবাদী। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনা চলবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই ঋণ পেলে আমাদের ডলারের যে একটা সংকট আছে সেটা অনেকটা কেটে যাবে।”

দ্রুত আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণ পাওয়া গেলে কাটবে ডলার সংকট। রেমিট্যান্স, রফতানি ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকবে বলে প্রত্যাশা গভর্নরের।

এএইচএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি