ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ই-অরেঞ্জ থেকে শত কোটি টাকা সরিয়েছেন সোনিয়া-সোহেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২ নভেম্বর ২০২২

ই-অরেঞ্জ, অরেঞ্জ বাংলাদেশ ও রেড অরেঞ্জ ইন্টারন্যাশনাল থেকে শত শত কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। হাইকোর্টে এমন একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।

বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। 

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৩টি ব্যাংক হিসাবে ২ হাজার ২২১ কোটি টাকার লেনদেন হয়েছে।

তবে গ্রাহককে পণ্য সরবরাহ করা হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। বিভিন্ন নামে ৫০-৬০ শতাংশ  মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করা হতো গ্রাহকদের সঙ্গে।

ব্যাংকে জমাকৃত অর্থ বিভিন্ন মার্চেন্টকে পরিশোধ করা হলেও বিভিন্ন ব্যক্তির নামে প্রায় ২৬ কোটি টাকা উত্তোলন করা হয়। এছাড়া সোনিয়া, তার ভাই সোহেল রানা, স্বামী মাসুকুর রহমান, চাচা জায়েদুল নিজ নামে ৩০ কোটির বেশি অর্থ নিজেদের নামে উত্তোলন করেন।

গ্রাহকদের পণ্য না দিয়ে এভাবে অর্থ নিজেরা উত্তোলন করা প্রতারণার শামিল বলে উল্লেখ করা হয় দাখিলকৃত প্রতিবেদনে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি