ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এসএমবি এবং ফ্রিল্যান্সার কনফারেন্স আয়োজন করেছে পেওনিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ১৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পেওনিয়ার, একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, নতুন বিশ্ব অর্থনীতির জন্য অর্থ সঞ্চালনকে আরো শক্তিশালী করার নিমিত্তে সম্প্রতি আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় বাংলাদেশের বৃহত্তম এসএমবি এবং ফ্রিল্যান্সার কনফারেন্স আয়োজন করেছে।

ফোরামের লক্ষ্য, বাংলাদেশী রপ্তানিকারকদের ক্ষমতায়ন করা এবং সীমান্তের বাইরের বাজারে আরও প্রসারিত করতে তাদের প্রবৃদ্ধিকে উৎসাহিত করা।

পেওনিয়ার ফোরামে ১০০০ এর অধিক অংশগ্রহণকারীর উপস্থিতির পাশাপাশি পেওনিয়ারের নিউ মার্কেটস-এর মার্কেট ডেভেলপমেন্ট হেড সঞ্জীব সরকার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোহিত কুলকারানি, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, বেসিস, বাককো, বিফডিএস এর দক্ষ বক্তারা বিশ্বব্যাপী অনলাইন ব্যবসার ক্ষমতায়ন, পেমেন্ট, গ্রাহক অধিগ্রহণ এবং বাজার ধরে রাখার জন্য ডিজিটাল বিপণন কৌশল, বাংলাদেশে আইটি পরিষেবা শিল্পের টেকসই বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেন। ন্যাশনাল ক্যাশ ইনসেনটিভ স্কিম ব্যবহার করা এবং বৈধ উপায়ে টাকা আনার উপরও তাগিদ দেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি