ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শুরু হচ্ছে ‘লেদারটেক বাংলাদেশ- ২০২২’ ট্রেড শো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৫ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২২:০০, ৫ ডিসেম্বর ২০২২

চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদারটেক বাংলাদেশ ২০২২’র অষ্টম আসর শুরু হচ্ছে ৭ ডিসেম্বর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের মেলা।

বিভিন্ন শিল্প সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসাবে সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনদিনের এই প্রদর্শনীটি শেষ হবে আগামী ৯ ডিসেম্বর, শুক্রবার।

ট্রেড শো’তে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, ক্যামিকেল, এক্সেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে। 

ভারত থেকে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস (সিএলই) এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস মানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ইফকোমা) প্যাভিলিয়ন সহ ১০টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠান আয়োজনে অংশ নেবে।

২০২০ সালে চামড়াজাত পণ্যের বিশ্বব্যাপী বাজার অনুমান করা হয়েছিল ২৪০.৮ বিলিয়ন ডলার এবং ২০২৭ সাল নাগাদ যা ৩১৮.২ বিলিয়ন মার্কিন ডলার হবে।  যার ৪.১শতাংশ সিএজিআর-এ বৃদ্ধি পাবে। পাদুকা ৪.৮ সিএজিআর রেকর্ড বৃদ্ধি করবে। এবং ২০২৭ সাল নাগাদ মার্কিন ডলার ১১৬.১ বিলিয়ন ডলারে দাঁড়াবে অনুমান করা হয়েছে।

আয়োজক আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এর পরিচালক নন্দ গোপাল বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে চীন ও পাকিস্তানের অংশ গ্রহণ ক্রমাগত হ্রাস পেয়েছে। তবে প্রায় ৩ বছরের ব্যবধান সত্ত্বেও এবারের আয়োজনে উল্লেখযোগ্য পরিমাণে মেশিনারি সরবরাহকারীদের অংশ গ্রহণে বাংলাদেশের ফুটার এবং চামড়াজাত পণ্য খাতের সম্ভাবনাকেই তুলে ধরা হচ্ছে, সেই সাথে বিগত বছরগুলোর তুলনায় কম্পোনেন্টস, এক্সোসরিজ, ডাইস এবং ক্যামিকেলস'র প্রদর্শনীর মধ্যদিয়ে লেদারটেক বাংলাদেশ ফুটওয়্যার এবং লেদার প্রোডাক্টস সেক্টর নিজেদের জন্য একটি 'দ্য লেদার ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং ফোরাম’ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। 

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি