ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ৯ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৯ জন। 

বৃহস্পতিবার (৮ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিকের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, অফিসার (জেনারেল) পদে ২ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পদে আবেদন করেন ২ লাখ ২ হাজার ৫১ জন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি