ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন শাকিলা আশরাফ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রম এর আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা’র পুরস্কার লাভ করেন শাকিলা আশরাফ।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম জয়িতা পুরস্কার প্রদান করা হয়। বিগত ৩৩ বছর থেকে সফল নারী উদ্যোক্তা শাকিলা আশরাফ এই পুরস্কার অর্জন করেন।

গত শুক্রবার ০৯ ডিসেম্বর ২০২২ জামালপুর এর জেলা প্রশাসক শ্রাবন্তী রায় ও পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন এর হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহন করেন। 

সামাজিক বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ সংগ্রাম এর মধ্য দিয়ে এগিয়ে যাওয়া নারীদের স্বীকৃতসরূপ এ পুরস্কার দেওয়া হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে দেশব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ থেকে ৩৩ বছর পূর্বে সামাজিক বিভিন্ন বাধা বিপত্তি, ধর্মীয় কুসংস্কার কে উপেক্ষা করে কঠোর সংগ্রাম এ লিপ্ত হন শাকিলা আশরাফ। জামালপুর জেলায় প্রথম বিউটি পার্লার এবং ফাস্ট ফুড সপ প্রতিষ্ঠা করে তিনি অসামান্য অবদান রাখেন। অদম্য এই পরিশ্রম এর ফলই এই জয়িতা পুরস্কার অর্জন।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি